জ্বর-সর্দি-কাশির ওষুধ কিনলেই দোকানগুলিকে ক্রেতার নাম নথিভুক্তের নির্দেশ! কিন্তু কেন?

0
2

মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার আরও বড় পদক্ষেপ নেওয়া হল। এখন থেকে জ্বর, সর্দি, কাশির ওষুধ কিনলেই ক্রেতার নাম নথিভুক্ত করতে হবে। তা সে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে হোক কিংবা নিজে থেকে। ইতিমধ্যেই এই মর্মে ওষুধের দোকানগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে চার রাজ্যের সরকার। এই চার রাজ্য হল- মহারাষ্ট্র, বিহার, তেলেঙ্গনা ও অন্ধ্রপ্রদেশ।

কোনও ক্রেতা বা তাঁর পরিবারের কেউ যদি জ্বর, সর্দি-কাশির ওষুধ কিনতে যায়, তাহলে তাঁর নাম থিভুক্ত করে রাখার পাশাপাশি ফোন নম্বর ও বাড়ির ঠিকানাও লিখে রাখতে বলা হয়ছে ওষুধের দোকানগুলিকে।

সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির তরফে জানানো হয়েছে, ক্রেতাদের নাম-ঠিকানা নথিভুক্ত থাকলে পরবর্তী ক্ষেত্রে তাঁদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেবে স্বাস্থ্য দফতর। তাঁদের কোভিড-১৯ টেস্টের প্রয়োজন রয়েছে কিনা, সেব্যাপারেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা যাবে।