সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী উত্তর ২৪ পরগনার জেলা যুব সভাপতি পার্থ ভৌমিকের উদ্যোগে এবং বরাহনগরের বিধায়ক তাপস রায়ের সহযোগিতায় লকডাউনে রুজি-রোজগারহীন অসহায়, দুঃস্থ মানুষদের টানা ১০ দিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। রবিবার থেকেই শুরু হয় এই কর্মসূচি। আগের দিন নাম নথিভুক্ত করলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে খাবার। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, এই সময় খুবই পরিশ্রম করছেন তাঁর দলের সদস্যরা। বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন সেটা সফল করতেই তাঁদের এই উদ্যোগ বলে জানান তাপস রায়।





























































































































