মুর্শিদাবাদে করোনা পজিটিভ ১, কোয়ারেন্টাইনে ২৮

0
2

মুর্শিদাবাদে করোনা পজিটিভ ধরা পড়ার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। শনিবার বহরমপুর মাতৃসদন তথা করোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন, মুর্শিদাবাদের ডিআইজি শ্রী মুকেশ, মুর্শিদাবাদ পুলিশ সুপার কে শবরী রাজকুমার, জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল মঞ্জু ব্যানার্জী এবং মুর্শিদাবাদ সিএমওএইচ প্রশান্ত বিশ্বাস সহ অন্যান্যরা।

এদিন আইসোলেশন ওয়ার্ড খতিয়ে দেখেন তাঁরা। একই সঙ্গে বহরমপুর সদর হাসপাতাল পরিদর্শনে যান। সূত্রের খবর, ওই হাসপাতাল আইসোলেশন ওয়ার্ড করা হতে পারে।
এদিন মুর্শিদাবাদ সিএমএইচ প্রশান্ত বিশ্বাস বলেন, “মুর্শিদাবাদে একজনের করোনা পজেটিভ ধরা পড়েছে। তাঁর পরিবার এবং প্রতিবেশীদের নিয়ে মোট ২৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।” এখনও পর্যন্ত জেলাতে ৩০ জনের করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন তিনি।