স্পেনে করোনার বলি ২০ হাজার ছাড়াল

0
2

নরখাদক কোভিড১৯ ভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা দুনিয়া। করোনা কার্যত মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে স্পেনকে। করোনায় আক্রান্ত হয়ে ইউরোপের এই দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কাছাকাছি। যাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।

এ বিষয়ে স্পেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৬৫ জন কোভিড-১৯ রোগীর প্রাণ গিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ।