এবার কলকাতা শহরে একইসঙ্গে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ৪ জনের করোনা সংক্রমণের খবর মিললো। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কলকাতার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক স্বাস্থ্যকর্তার শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। ইতিমধ্যেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই চিকিৎসকের সংস্পর্শে আসা আরও ৪৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭জনের সোয়্যাব সংগ্রহ করে নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
এদিকে, হাওড়া জেলা হাসপাতাল, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল এবং এমআর বাঙুর হাসপাতালের তিনজন নার্সও করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। বেসরকারি হাসপাতালের নার্স দক্ষিণ ভারতের বাসিন্দা। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের প্রত্যেকের পরিবারের সবাইকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে।