করোনা যুদ্ধে চলছে লকডাউন। কিন্তু এখনও অনেক জায়গায় দেখা যাচ্ছে অসচেতন মানুষ। ফলে গোষ্ঠী সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে কলকাতা শহরের বাজারগুলিতে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে ব্যাপক ভিড় সেখানে।
এ ব্যাপারে এবার কড়া মনোভাব পোষণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি স্পষ্ট জানালেন, বাজার এলাকাগুলিয়ে লকডাউন সঠিকভাবে পালন করা না হলে এবার তা বন্ধ করে দেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেকভাবে সতর্ক ও সচেতন করা হয়েছে মানুষকে। সে কারণে, বিভিন্ন বাজারগুলিকে রাস্তাতেও আনা হয়েছে। বাজার খুলে রাখার সময় বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও কিছু অবাধ্য মানুষ লকডাউন উপেক্ষা করছে। তাই এবার আরও কঠোর হবে প্রশাসন।
তবে মেয়র এদিন জানান, লকডাউনের প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে।




























































































































