দুর্নীতি করছেন নেতা-মন্ত্রীরা, পদ হারাচ্ছেন সচিব, আজব! দিলীপ

0
2

বিজেপি সাংসদদের যেভাবে রাজ্য সরকার বেআইনিভাবে আটকে রেখেছে তার প্রতিবাদ করে দিলীপ ঘোষ শনিবার বললেন, আসলে রাজ্যের রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাপক দুর্নীতি চলছে। রাজ্য শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে খাদ্য দফতরের সচিবকে বদলি করেছে। কিন্তু দুর্নীতি করছেন তো মন্ত্রী থেকে তৃণমূল নেতারা। চাল কেউ পাচ্ছে না, অর্ধেক পাচ্ছে। টাকা কেটে রাখছে। হচ্ছেটা কী। এই পরিস্থিতিতেও কাট মানি? এই দলকে মানুষ শিক্ষা দেবেন।

দিলীপ অভিযোগ করেন ত্রান দিতে চান বিজেপি এমপিরা। পুলিশ বেরোতে দিচ্ছে না। এ তো স্বৈরতন্ত্র। তৃণমূল ত্রাণ দিতে পারবে, বিজেপি নয়! দলের সভাপতি জে পি নাড্ডাকে সে কথা জানিয়েছি। যথাযথ পদক্ষেপের কথা তিনি বলেছেন।