হাওড়া-হুগলির সীমানায় কড়া নজরদারি শুরু করল প্রশাসন।করোনাভাইরাস সংক্রমণের নিরিখে এরইমধ্যে হাওড়া রেড স্টার জোন বলে চিহ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হুগলিতে এখনও পর্যন্ত সেভাবে সংক্রমণ না ছড়ালেও, ভৌগলিক অবস্থানের কারণে ওই জেলার উপর বিশেষ নজর রাখা হবে। কারণ, তার সীমানাবর্তী অন্যান্য জেলাগুলিতেে যথেষ্ট পরিমাণে সংক্রমণ ছড়িয়েছে। এরপরেই শনিবার সকাল থেকে হাওড়া ও হুগলির সীমানা বালিখালে সমস্ত গাড়ি থামিয়ে হাওড়া থেকে হুগলিতে যাওয়া যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। উত্তরপাড়া পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেকিং করা হচ্ছে গাড়িগুলিও।