৭.৪% আর্থিক বৃদ্ধি! আরবিআই গভর্নর স্বপ্ন দেখছেন, বললেন অর্থনীতিবিদরা

0
4

আগামী দিন যে কঠিন দিন হতে চলেছে তা পরিষ্কার করে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। বৃহস্পতিবার তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। জানালেন,

আর্থিক বৃদ্ধির হার নিয়ে সন্দিহান খোদ বিশ্বব্যাঙ্ক। তবু ২০২০-২০২১ আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪% হতে পারে বলে তাঁর আশা। এ বছরের আর্থিক বৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদরা সহমত হলেও আগামী আর্থিক বছরে যে সম্ভাব্য বৃদ্ধির হার দেখছেন গভর্নর, তাকে আকাশকুসুম বলেছেন তাঁরা। তাঁদের মতে প্রায় ৮ শতাংশ আর্থিক বৃদ্ধি হওয়া সম্ভব নয়। মূল ক্ষেত্রগুলিতে যথাযথ বিনিয়োগ হলে বৃদ্ধি ৬ শতাংশের কাছাকাছি থাকতে পারে। সেটাও খুব কষ্টকর। শুক্রবার তিনি জানিয়ে দেন, দেশের আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী আর্থিক বছরে আর্থিক বৃদ্ধি হতে পারে ৭.৪%। আরবিআই গভর্নরের দাবি জি-২৯ দেশগুলির মধ্যে ভারতের অবস্থা সবচেয়ে ভালো। তাঁর এই দাবিকে অর্থনীতিবিদরা কিছুটা মেনে নিয়ে বলেছেন ভারত কৃষি নির্ভর দেশ হওয়ায় কিছুটা সুবিধে অবশ্যই পাচ্ছে।