তবলিঘি জামাত প্রধান মৌলানা সাদ কান্ধালভির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। যত তাড়াতাড়ি সম্ভব সাদকে ইডি অফিসে জেরার জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মার্চ মাসের মাঝামাঝি দিল্লির নিজামুদ্দিন এলাকার এক মসজিদের অনুষ্ঠান ঘিরে গোটা দেশের ৩০০০-এর বেশি জামাত সদস্য জড়ো হয়েছিল। তাদের নিজামুদ্দিন বস্তিতে একটা ছ’তলা বাড়িতে রাখা হয়েছিল। জমায়েতে হাজির হয় বিদেশ থেকে আসা বহু প্রতিনিধিও। সেই জমায়েত ঘিরেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে মৌলানা সাদের বিরুদ্ধে। এর আগে এই জমায়েত ঘিরে মৌলানা সাদ-সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ। এই জমায়েত ভারতে করোনা সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে। জমায়েত ফেরত দশজনেরও বেশি লোকের করোনা সংক্রমণে প্রাণ গিয়েছে। আক্রান্ত অসংখ্য।
মৌলানা সাদ ছাড়াও দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরে নাম রয়েছে জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মহম্মদ সলমন, এবং মহম্মদ আশরাফের। তাদের বিরুদ্ধে মহামারি সংক্রান্ত আইন ও আরও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রথমে ১৪ দিনের সেল্ফ কোয়ারান্টিনে সাদের থাকার কথা জানান তার আইনজীবী। কিন্তু ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা না করে আত্মগোপন করে আছে তবলিঘি প্রধান।































































































































