লকডাউনে কাজ নেই। বাড়িও ফেরা হয়নি দীর্ঘ দিন। তাই ওড়িশা থেকে সাইকেলে চেপেই বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার নির্মাণ শ্রমিকরা। লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ার পরে সোমবার ভুবনেশ্বর থেকে সাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার তিন শ্রমিক সুন্দলপুরের আবদুল লতিফ, অলিনগরের লালন শেখ ও শাহাজাদপুরের রমজান শেখ। ৬৪১ কিলোমিটার সাইকেল চালিয়ে বৃহস্পতিবার সকালে বাড়িতে পৌঁছোন ওই তিনজন।
করোনা সতর্কতায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতারাতি বাস-ট্রেন, সবই বন্ধ হয়ে যায়। ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকরা ভেবেছিলেন, কোনওমতে ২১ দিন কাটিয়ে দিতে পারলেই বাড়ি ফেরা যাবে। কিন্তু ৩মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেয় কেন্দ্র। এই পরিস্থিতিতে সাইকেলই ভরসা। তাই ভুবনেশ্বর থেকে সাইকেলে চেপে হরিহরপাড়ার বাড়ি ফেরেন ৩ শ্রমিক। কিন্তু এখন বাড়ি ফিরেও তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন সবাই।






























































































































