করোনা মোকাবিলায় চলছে লকডাউন। আর তার মাঝেই নিজের সংসদীয় এলাকায় বেরিয়ে ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কিন্তু উত্তর চব্বিশ পরগণার আমডাঙ্গার কাছে তাঁর কনভয় আটকায় কর্তব্যরত পুলিশ।
এরপর গাড়ি থেকে বেরিয়ে এসে অর্জুন সিং প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হচ্ছে? তাঁকে আটকানোর অর্ডার কি আছে পুলিশের কাছে? কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান, মুখ্য সচিবের অর্ডার অনুসারে তাঁরা এই লকডাউনের মধ্যে অপ্রয়োজনে কাউকেও রাস্তায় বের হতে দেবেন না। রাস্তার মধ্যেই পুলিশের সঙ্গে তৈরি হয় বচসা শুরু হয় অর্জুন ও তাঁর এক অনুগামীর।
এর সময়ই অর্জুন সিং উত্তেজিত হয়ে বলেন, “তাহলে এখনও বাজার-হাট কেন খোলা? এখনও অনেক গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। আমি হাইওয়ে দিয়ে গেলেই সমস্যা। তৃণমূল রাস্তা দিয়ে হাঁটলে দোষ নেই। বিজেপি গেলেই সমস্যা। আমি জেড ক্যাটাগরি নিরাপত্তা পাই। এভাবে রাস্তার মাঝে আটকালো আমার নিরাপত্তা বিঘ্নিত হলে দায় কে নেবে?”
দেখুন ভিডিও…





























































































































