করোনা-পরিস্থিতি: আজ জরুরি বৈঠকে রাজ্য মন্ত্রিসভা

0
4

করোনা-পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ, বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, “মন্ত্রীদের উপস্থিতি নিয়ে কোনও বাধ্যকতা থাকছে না। প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ৷ তাই এই বৈঠকে।” তিনি বলেছেন, “আমরা ঠিক করেছি, সব চটকলেই কাজ শুরু হবে। ১৮টা চটকল খোলার জন্য তালিকা পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু শুধু ১টা চটকল চালু করলে অন্যায্য হবে। তাই ১৫ শতাংশ কর্মী নিয়ে সমস্ত চটকলেই কাজ শুরু হবে। সতর্কতা বজায় রেখে ছোট নির্মাণ, রাস্তার কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে। স্থানীয় কর্মীদের নিয়ে নিয়ম মেনে ইটভাটাগুলিও কাজ শুরু করার অনুমতি পাবে”।