লকডাউনের জের, বড় ক্ষতির মুখে পর্যটন শিল্প

0
2

একটানা লকডাউনে মুখ থুবড়ে পড়ল উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা। প্রতি বছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসেন ডুয়ার্স কিংবা পাহাড়ের টানে। করোনার থাবায় এবছর অন্য চিত্র। লকডাউন বাড়তে থাকায় মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের।

ট্যুর অপরেটর থেকে শুরু করে গাড়ির মালিক, হোটেল মালিকরা বিপাকে পড়েছেন। তবে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন হোম স্টে মালিকরা। হোম স্টে থেকে যা রোজগার হতো তা দিয়েই সংসার চলত তাঁদের। পর্যটক না থাকায় তাদের ব্যবসা বন্ধ। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।এখনও অবধি কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের নতুন বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে বন্ধ রাখতে হবে পর্যটন কেন্দ্র। লকডাউন শেষ হয়ে গেলেও তাঁদের এই ব্যবসা জমে উঠতে সময় লাগবে বলে ধারণা।পুজোর সময় পর্যটকরা এলে কিছুটা সমস্যার সমাধান হবে।এবিষয়ে ট্যুর অপরেটর সম্রাট সান্যাল জানালেন, “পর্যটন শিল্প বড় ক্ষতির মুখে। জানিনা কবে আবার ঠিক হবে। এই ক্ষতি সামাল দিতে পারাটা কঠিন হয়ে যাচ্ছে।”