দেশে আক্রান্তের সংখ্যা ৬ দিনে দ্বিগুণ, কারো কাছে স্বস্তির,কেউ বলছেন, টেস্ট কম বলেই অধরা

0
2

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজার হতে লেগেছে ৬ দিন৷

বিশেষজ্ঞদের একাংশ এই পরিসংখ্যানকে স্বস্তিদায়ক বললেও, অন্য অংশের জোরালো বক্তব্য, দেশে করোনার টেস্ট অনেক কম হচ্ছে৷ তাই আক্রান্তের খোঁজ মিলছে কম। ফলে নথিভুক্ত করোনা আক্রান্তের সংখ্যাও কম।

ওদিকে, কেন্দ্রীয় সরকারের দাবি, লকডাউনের জেরেই করোনার দাপট অনেকটাই রুখে দেওয়া গিয়েছে। এমন না হলে আক্রান্তের সংখ্যা এতদিনে ২ লক্ষ ছাড়িয়ে যেত।

করোনা ইতিমধ্যেই এ দেশের ৩৭৭টি প্রাণ কেড়েছে৷ গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৮ এবং করোনা আক্রান্তের সংখ্যা ১১,৪৩৯ জন৷ এই তথ্য বুধবার পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷

প্রধানমন্ত্রী মোদি জাতির উদ্দেশ্য দেওয়া বার্তায় বলেছেন, ভারত অনেক আগে থেকেই পদক্ষেপ করেছে। তাই বিশ্বের অন্য শক্তিধর উন্নত দেশের তুলনায় এ দেশে সংক্রমণ অনেকটাই কম করা গিয়েছে ৷

বিশেষ‍জ্ঞদের অনেকের দাবি, ভারতে আক্রান্তের সংখ্যা কম হওয়ার একমাত্র কারণ, দেশে করোনার পরীক্ষা কম হচ্ছে। তাই সরকারি খাতায় আক্রান্তের সংখ্যাও কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রথম থেকেই ঢালাও টেস্টের কথা বলেছে। করোনা মোকাবিলায় WHO-এর
নিদান, ‘টেস্ট, টেস্ট এবং টেস্ট’। কেন্দ্রীয় সরকার এতদিনে ঠিক করেছে,
যে সব এলাকায় সেভাবে করোনা ছড়ায়নি, সেই ‘গ্রিনজোন’-এ এবার করোনা-টেস্ট হবে।