লকডাউনে জরুরি পরিষেবার আওতায় উৎপাদনে ছাড় পেল উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডের অনীর ইঞ্জিনিয়ারিং। প্রতিরক্ষাদপ্তরের আওতাধীন ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ভেন্ডর হিসেবে কাজ করে এই সংস্থা।
আইসিইউ ভেনটিলেটর তৈরির সরঞ্জাম উৎপাদনে বিইএলকে সাহায্য করে এই সংস্থাটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়ের তালিকার নির্দেশিকা সূত্রেই অনীর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে ছাড় দেওয়া হয়েছে। সংস্থাটি রেগুলেটরসহ জরুরি সরঞ্জাম তৈরি করে। করোনাযুদ্ধে ভেন্টিলেটর আপাতত বিশেষ জরুরি। সংস্থার কর্ণধার ইন্দ্রনীল ভাদুড়ি জানান, এই কঠিন সময়ে দেশকে পরিষেবা দিতে পেরে তাঁরা খুশি। সংস্থা উৎপাদনসংক্রান্ত সব পদক্ষেপ নিয়েছে।





























































































































