BIG BREAKING: উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা জুন মাসে

0
2

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা বাকি রয়েছে। সেই পরীক্ষাগুলি করা হবে আগামী জুন মাসে। তবে জুন মাসের কোন সপ্তাহে হবে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, একাদশ থেকে দ্বাদশের পরীক্ষাও মাঝপথে বন্ধ হয়ে যায়। রাজ্য সরকারের সিদ্ধান্ত, সব পড়ুয়াদের একাদশ থেকে দ্বাদশে পাশ করানো হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং সহ কলেজ পড়ুয়াদের পরীক্ষা, যেগুলির সেমিস্টার আছে তাদের একটি করে সেমিস্টার এগিয়ে দেওয়া হবে। একমাত্র ফাইনাল যাদের, তাদের সেমিস্টার পরীক্ষা হবে।