রূপান্তরকামী দিবসে অসহায় রূপান্তরকামীদের পাশে কলকাতা পুলিশ

0
3

বিশ্ব রূপান্তরকামী দিবস বা ট্রানজেন্ডার ডে উপলক্ষে আজ, বুধবার টালিগঞ্জ-এ আয়োজিত এক ছোট্ট কর্মসূচির মধ্য দিয়ে রূপান্তরকামীদের পাশে কলকাতা পুলিশ।

লকডাউন পর্বে সমস্যায় থাকা বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারের হাতে তুলে দেওয়া হল রেশন। এক সেচ্ছাসেবী সংস্থা ও কলকাতা পুলিশের সাউথ-ওয়েস্ট ডিভিশনের আধিকারিকরা তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।