মাস্ক নিয়ে সচেতন করতে নয়া পন্থা মুম্বই পুলিশের

0
8

মাস্ক নিয়ে মানুষকে সচেতন করতে নয়া পথ অবলম্বন করল পুলিশ। এবার শাহরুখ খানের ‘ম্যায় হু না’ সিনেমার দৃশ্য তুলে ধরল মুম্বই পুলিশ। রবিবার মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেলে ‘ম্যায় হু না’ সিনেমার দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ক্লাসে প্রফেসর রসই ছাত্রদের সঙ্গে কথা বলছেন। আর তাঁর মুখ থেকে থুতু বেরিয়ে আসছে। থুতু থেকে বাঁচতে চেষ্টা করেছেন পড়ুয়ারা। অন্য ভিডিওতে দেখা যাচ্ছে, প্রফেসর রসই-এর সঙ্গে মুখোমুখি কথা বলছেন শাহরুখ খান। সেখানে প্রফেসর রসই-এর মুখ থেকে বেরিয়ে আসা থুতু থেকে বাঁচতে শাহরুখকে স্টান্ট করতে হয়।

এই ভিডিও পোস্ট করে মুম্বই পুলিশ টুইটারে লিখেছে, ‘মাস্ক রয়েছে তো, তাই শাহরুখের এমন স্টান্টের প্রয়োজন নেই’। তাঁরা আরও জানিয়েছে, পুলিশের কথা না শুনে অনেকে সেলিব্রিটিদের গুরুত্ব দেন। তাই এই পথ বেছে নেওয়া হলো।