করোনা মোকাবিলায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল পিছিয়ে দেওয়া হল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, আগামী দু মাস খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই সময়ের মধ্যে আইপিএল করা যাবে না। দুমাস পরে ফের বৈঠকে বসবে বিসিসিআই। সেই সময় পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মঙ্গলবারই, সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
সূত্রের খবর, করোনা পরিস্থিতির উন্নতি হলে, অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ছোট পরিসরে আইপিএল করা যেতে পারে। যদি না ওই সময়, এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়।
এর পাশাপাশি বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি কী থাকে- তারপরেও আইপিএল অনুষ্ঠিত হওয়া নির্ভর করছে। কারণ বিদেশি ক্রিকেটাররা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার ক্রিকেটাররা কতটা যোগ দিতে পারবেন? কোন সময় খেলায় যোগ দিতে পারবেন? সেটার উপরেও সিদ্ধান্ত নির্ভর করছে
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোথায় আগামী 2 মাস খুব গুরুত্বপূর্ণ। দুমাস পরে একটি বৈঠক করে আইপিএলের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।