এতদিন শুধু হুমকি দিচ্ছিলেন। এবার শেষপর্যন্ত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কে অর্থসাহায্য বন্ধের ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি একথা ঘোষণা করেছেন। জানিয়েছেন, বিশ্বে করোনা মোকাবিলায় ‘হু’ ব্যর্থ হয়েছে। চিনের উপর ভরসা রেখে ‘হু’ সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছে, যার জন্য বিশ্বে করোনা আক্রাম্তের সংখ্যা অনুমানের চেয়ে ২০ গুণ বেড়ে গিয়েছে। এবার তাই ওদের আর কোনও অর্থসাহায্য করবে না মার্কিন যুক্তরাষ্ট্র।
করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিন-নির্ভরতাকে কটাক্ষ করে আগেই অর্থসাহায্য বন্ধের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চিকিৎসা ও গবেষণার জন্য গত বছরে ‘হু’-কে দেওয়া মার্কিন অর্থ সাহায্যের পরিমাণ ছিল ৪০ কোটি ডলার। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অবশ্য অর্থ বন্ধ নিয়ে মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
গত ডিসেম্বরে চিনের উহান প্রদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শুরু হওয়ার পর এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় ২০ লক্ষ। মারা গিয়েছেন ১ লক্ষ ২৫ হাজার মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। ২২ হাজারেরও বেশি।