করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সোনাগাছি এলাকায়
যৌনকর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তিনি।
লকডাউন চলায় সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। কার্যত অর্ধাহারে দিন কাটছে তাঁদের। দুর্বার সমন্বয় সমিতির সঙ্গে যৌথ ভাবে এবার যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়। মাস্ক পরে নিজেই মাঠে নেমে পড়েছেন অভিনেতা। নিজের হাতে তুলে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার।
পরমব্রতর কথায়, যৌনকর্মীদের সমাজ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। তাঁরা কিন্তু সমাজের একটা অংশ। এই সত্যিটা ২০২০–তে দাঁড়িয়েও মেনে নিতে পারে না এই সমাজ। তাঁদের আয়ের পথ সম্পূর্ণভাবে বন্ধ, সেটা অনেকেই ভেবে দেখেন না বলে মনে করেন অভিনেতা। পরমব্রত বলেন, এই কঠিন সময়ে যৌনকর্মীদের পাশে দাঁড়ানো নিজের দায়িত্ব।