লকডাউন পর্বে রাজ্যজুড়ে মহিলাদের জন্য ঘরে ঘরে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেবে তৃণমূল

0
2

লকডাউনে গৃহবন্দি মানুষ। সমস্যা ক্রমশ বাড়ছে। কিন্তু করোনা যুদ্ধে লকডাউনই একমাত্র হাতিয়ার। এরই মাঝে গৃহবন্দি মহিলাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যজুড়ে স্যানিটারি ন্যাপকিন বিলি করবে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় বিলি করা শুরু হবে স্যানিটারি ন্যাপকিন।

কিন্তু এতো ন্যাপকিনের জোগান আসবে কোথায় থেকে? জানা গিয়েছে, রাজ্য পঞ্চায়েত দফতরের উদ্যোগে গঠিত মহিলাদের সেল্ফ হেল্প গ্রুপগুলির কাছ থেকে এই ন্যাপকিন সংগ্রহ করেছে শাসক দলের মহিলা শাখা। এই সমস্ত ন্যাপকিন সংগঠনের প্রতি জেলা সভানেত্রীদের কাছে পৌছে দেওয়া হবে। এরপর জেলা নেতৃত্ব ব্লকে ব্লকে দেবেন। একটি গাড়িতে দু’জন দলীয় কর্মী মিলে চলবে স্যানিটারি ন্যাপকিন বিলি।

এই প্রসঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন “লকডাউনে শহরের মহিলাদের দোকান থেকে ন্যাপকিন কিনতে হয়তো খুব বেশি সমস্যা হচ্ছে না। কিন্তু গ্রামের দিকে ন্যাপকিন পাওয়া সমস্যা হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় মহিলারা যাতে অস্বাস্থ্যকর পুরোনো পদ্ধতিতে ফিরতে বাধ্য না হন সেই সম্ভাবনা রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে”।