লকডাউনে ঘরবন্দি হলেও থমকে নেই লকেট চট্টোপাধ্যায়। সাংসদ সকাল থেকে ব্যস্ত ফোন, ভিডিও কনফারেন্সে। দিল্লি থেকে জেলা পর্যন্ত। এমনকি মন্ডল স্তরেও। নির্দেশ দিচ্ছেন। বলছেন,” দেখা না হলেও কাজ আটকে রাখা যাবে না। যে যেখানে আছে, সেখানেই কাজ। ” তার ফাঁকে নিজেই মাস্ক বানিয়ে পরছেন।





























































































































