করোনা সঙ্কট ও লকডাউনের মাঝেই ফের শহরে অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল বালিগঞ্জ। আজ, সোমবার বালিগঞ্জ ফাঁড়িতে একটি বন্ধ শপিং মলের মাল্টিপ্লেক্সে আগুন লাগল। সোমবার সকালে ওই মাল্টিপ্লেক্স থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।




























































































































