পশ্চিমবঙ্গের বহু জায়গায় লকডাউন কড়া ভাবে মানা হচ্ছে না। এই কথা জানিয়ে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে কড়া চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার পরই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। যাতে লেখা রয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনের (২০০৫) শর্ত লঙ্ঘন করলে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে উর্ধ্বতন সমস্ত কর্তাদের আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের ওই চিঠির সঙ্গে রাজ্যের এই পদক্ষেপের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছে, রাজ্য সরকার কিছু অনাবশ্যকীয় পরিষেবায় অনুমতি দিয়েছে। যার জেরে কলকাতার রাজাবাজার, নারকেলডাঙা, তপসিয়া, গার্ডেনরিচ, ইকবালপুর, মানিকতলা এলাকায় দেখা যাচ্ছে বাজারে ভিড় উপচে পড়ছে। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের শর্ত সেখানে মানা হচ্ছে না। একই সঙ্গে ওই চিঠিতে উল্লেখ করা হয়, চিঠিত পাওয়ার পর রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে তাদের রিপোর্ট পাঠাতে হবে।






























































































































