কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ রুখতে এবং গোষ্ঠী সংক্রমণের হাত থেকে বাঁচতে উত্তর কলকাতার টালা পার্ক অঞ্চলের বেশ কিছু অংশে আজ, শনিবার থেকে দেখা গেল বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। ব্যারিকেডের সামনে বোর্ডে লেখা, “বাইরের লোকের প্রবেশ নিষেধ”।
কোনওভাবেই নিজেদের এলাকায় করোনাকে ঢুকতে দিতে রাজি নয় স্থানীয় বাসিন্দারা। এ কাজে টালা ও চিৎপুর থানার সহযোগিতাও নাকি নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।





























































































































