লকডাউনের নিয়ম মেনে বেশ কিছু বিষয়ে ছাড় ঘোষণা রাজ্য সরকারের। নবান্নে মুখ্যমন্ত্রী জানান,
• নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর বারোটার বদলে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা থাকবে।
• একইসঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে বেকারি চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
• অনলাইন ফুড ডেলিভারি ছাড় দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ধান কাটার সময় সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। একসঙ্গে প্রচুর লোক নিয়ে গিয়ে মাঠে ভিড় জমানো চলবে না। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, চা-বাগানে রোটেশন অনুযায়ী, ১৫ শতাংশ লোক কাজ করতে পারবে। চা বাগানে তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখেও ২৫ শতাংশ লোক কাজ করতে পারবে চা বাগানে। সেই বিষয়ে অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোনও জমায়েত করা যাবে না। রাস্তায় একসঙ্গে ভিড় করা যাবে না। নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে, পুলিশকেও মুখ্যমন্ত্রী বলেছেন কড়াকড়ি করতে হবে, তবে বাড়াবাড়ি নয়।





























































































































