Big breaking: 30 এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
2

30 এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের পরে নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশ জুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই মতোই এই ঘোষণা করেন মমতা। এর সঙ্গে তিনি বলেন, সামনে নববর্ষ। এবার সেভাবে নববর্ষ পালন করা যাবে না। তবে ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন একমাত্র পদ্ধতি। সুতরাং বাড়িতে থেকেই সবাইকে নববর্ষ পালন করতে হবে।

বাংলা সীমান্তবর্তী রাজ্য। সেখানে যদি করোনাভাইরাস সংক্রমণ বেশি হয়, তাহলে অনেক জায়গাতেই ছড়াবে। এই কারণে আন্তর্জাতিক সীমান্তের দিকে বিশেষ নজরদারি দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।