লকডাউন বাড়ানোর পক্ষে হলেও মানবিক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি মোকাবিলায় লকডাউন যদি বাড়ানো হয়, তাহলে যেন জীবন-জীবিকার মধ্যে সমতা বজায় রাখা হয়”। এখানে তিনি উল্লেখ করেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা। বলেন তাঁদের রুজি রোজগারে অত্যন্ত সমস্যা হচ্ছে। একইভাবে সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরাও।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও কিছুদিন বন্ধ রাখা উচিত। একইসঙ্গে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখার বিষয়েও দাবি জানান মুখ্যমন্ত্রী। বৈঠকে অন্যান্য মুখ্যমন্ত্রীরাও লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষেই সওয়াল করেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে আরো দু সপ্তাহ বাড়ানো উচিত। তবে এ বিষয়ে দু-তিন দিনের মধ্যে গাইডলাইন তৈরি হবে। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন না মোদি।