করোনা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের শুরুতেই এই সংকটের মোকাবিলায় রাজ্যগুলিকে পুরোদস্তুর সহযোগিতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘সংকটের এই মুহূর্তে ২৪ ঘণ্টা সতর্ক আছি, পাশে আছি। আমাদের ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবিলায় কাজ করতে হবে।’
এদিনই প্রথম মাস্ক পরে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে দেখা যায় নরেন্দ্র মোদিকে। দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে লকডাউন বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় লকডাউন বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানিয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।






























































































































