লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি রাজ্যবাসী। অধিকাংশ অফিসই এই সময় বন্ধ। বিভিন্ন ব্যবসার লাইসেন্স পুনর্নবীকরণ হবে কী করে- তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন ব্যবসায়ীরা। তাঁদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, লাইসেন্স পুনর্নবীকরণের সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী, 14 এপ্রিল পর্যন্ত লকডাউন বহাল রয়েছে। কিন্তু এই সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা আছে। সেই কারণে লাইসেন্স পুনর্নবীকরণের সময়সীমা বাড়িয়ে 30 জুন করা হল।