সামাজিক দূরত্ব! ‘ অদ্ভুত ‘ শব্দ কোচবিহারের বাজারে

0
2

করোনাভাইরাস মোকাবিলায় একমাত্র হাতিয়ার সামাজিক দূরত্ব। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ বের হয়নি। সংক্রমণ এড়ানোর একটাই ওষুধ সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু কোচবিহারের বাজারগুলিতে অন্য চিত্র। সামাজিক দূরত্ব শব্দটাই যেনো তাঁদের অজানা।

জেলা প্রশাসনের তরফে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারকে দুভাগ করে পুরনো পোস্ট অফিস পাড়ার মাঠে নিয়ে আসা হলেও উপচে পড়ছে ভিড়। সকাল হতে না হতেই প্রাথমিক সুরক্ষা কবজের বাইরে বেরিয়ে প্রচুর মানুষ আসছেন বাজার করতে। মুখে মাস্ক নেই, হাতে গ্লাভস তো অনেক দূরের কথা। প্রশ্ন করলে কেউ কেউ আবার সরাসরি বলছেন ” ঘুরতে এসেছি। ” কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল জানিয়েছেন, ” মানুষ সচেতন না হলে প্রশাসন কড়া পদক্ষেপ নিলে তার জন্য দায়ী হবে সাধারণ মানুষ। “