শহরের প্রথম স্যানিটাইজিং গেট! যা শুধু হাত নয়, পুরো শরীরকেই করবে জীবাণুমুক্ত

0
2

কলকাতা শহরের প্রথম কোনও স্যানিটাইজিং গেট। যা বসানো হয়েছে হগ মার্কেটে। গেটের লাগানো হয়েছে স্প্রিংলার। যার মাধ্যমে বিন্দু বিন্দু জল বের হবে। জলে মেশানো আছে হাইড্রোজ-সহ প্যারাঅক্সাইড। যা শুধু হাত নয়, গেট অতিক্রম করার সময় গোটা শরীর স্যানিটাইজ করবে।

শহরের মধ্যে হগ মার্কেটের ১ নম্বর যেতেই এটা প্রথম পরীক্ষামূলক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আগামীতে আরও ৭১টি মার্কেটে এই গেট বসানো হবে জানা গিয়েছে।