রক্ষকই যখন ভক্ষক। প্রবাদটা মনে করাচ্ছে চন্দননগরের এক মিষ্টির দোকানের মালিকের অভিযোগ। তিনি অভিযোগ করছেন, তাঁর দোকানে লুঠপাঠ চালিয়ে মিষ্টি, কোল্ডড্রিংক, ঘি সমস্ত নিয়ে চলে যান পুলিশকর্মীরা। দেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণ দুধ নষ্ট হচ্ছে। সেই কথা মাথায় রেখে মিষ্টির দোকান কিছুটা সময় খোলার অনুমতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো চন্দননগরের মিষ্টি ব্যবসায়ী খোকন সাহা দোকান খোলেন। অভিযোগ, ৩০ তারিখ দোকান খোলার পরে পুলিশ গিয়ে একপ্রকার লুঠপাঠ চালায়। এমনকী, তাঁর দোকানের কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন মিষ্টি ব্যবসায়ী। দোকানে পুলিশের মিষ্টি নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। খোকন সাহা চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।





























































































































