মৃত্যুর পারসেন্টেজ কি সঠিক? কী বলছেন গবেষক?

0
2

করোনার মৃত্যু সংখ্যা নিয়ে নানা তথ্য পরিবেশিত হচ্ছে। কিন্তু মার্কিন মুলুক থেকে বাঙালি গবেষক বিশ্বরূপ ঘোষ বলছেন, এই পরিসংখ্যান মোটেই ঠিক নয়। আসল আক্রান্তের ছবিটা এই মুহূর্তে সারা বিশ্বেই নেই। আর সেটা আনা সম্ভব হচ্ছে না। সেই পরিসংখ্যান যদি আসে তাহলে মৃত্যুর হার খুবই নগন্য দেখাবে। শুনুন কী বলছেন?