রাজ্যের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ বিজেপি সাংসদের

0
2

রাজ্যের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ এনেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ এক ট্যুইটে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সরকারি আমলাদের বিশেষ এক বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে৷ ওই বার্তায় রাজ্যের সব জেলার জেলাশাসক, ডিভিশনাল কমিশনার এবং জেলার নোডাল অফিসারদের বলা হয়েছে, করোনা-সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনও প্রশ্নের উত্তর দেওয়া যাবেনা৷ কেন্দ্রের কাছে সরাসরি এ সংক্রান্ত কোনও রিপোর্টও পাঠানো যাবেনা৷ এই ট্যুইটেই এ ধরনের এক নির্দেশিকা সংযুক্ত করেছেন সাংসদ৷ বলেছেন, এই নির্দেশিকাটি রাজ্যের সিনিয়র আমলাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হয়েছে৷ তিনি বলেছেন, রাজ্যের এ ধরনের ভূমিকা নিয়ে মন্তব্য করার অবকাশ নেই৷

সংযুক্ত নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেন্দ্রের তরফে স্বাস্থ্য-সংক্রান্ত কোনও তথ্য জানতে চাওয়া হলে, সংশ্লিষ্ট আধিকারিক যেন বিনীতভাবেই কেন্দ্রকে জানান, এই তথ্য দিতে পারবেন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব৷ এছাড়া যদি লকডাউন পরিস্থিতি নিয়ে কোনও তথ্য কেন্দ্র জানতে চায়, তাহলেও একইভাবে বলতে হবে, এ ধরনের তথ্য দিতে পারবেন একমাত্র রাজ্যের মুখ্যসচিব৷