ক্লাব বেচে দিলেন রঞ্জিত বাজাজ। পাঞ্জাব এফসির ১০০% শেয়ার কিনে নিলো রাউন্ডগ্লাস ওয়েলবিয়িং প্রাইভেট লিমিটেড। পাঞ্জাব এফসির ডায়রেক্টরের পদ থেকে পদত্যাগ করলেন রঞ্জিত বাজাজ এবং তাঁর স্ত্রী হিনা সিং।
ভারতীয় ফুটবলে এমনটা নতুন নয়। এর আগেই সাফল্যের তুঙ্গে থাকা অনেক দলই নাম তুলে নিয়েছে। সেই তালিকায় নাম জুড়ল ২০১৭-১৮ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব।সম্প্রতি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিল আই লিগ ক্লাবগুলো। কিন্তু সভাপতি প্রফুল প্যাটেল বা ফেডারেশনের তরফে কোনও জবাব না পেয়ে অনেক ক্লাবই সুপার কাপ বয়কট করে। মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বজাজ সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে অভিযুক্ত করে টুইটে লেখেন, তাদের দল তুলে নেওয়ার জন্য দায়ী এআইএফএফ ও তাদের মার্কেটিং পাটর্নার। ভারতীয় ফুটবলকে মেরে ফেলছে তারা বলেই মনে করেন তিনি। এএফসি কাপের হোম ম্যাচ ভুবনেশ্বরের খেলতে চেয়েছিল মিনার্ভা। গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এ বার এএফসি কাপ খেলার কথা মিনার্ভা পাঞ্জাবের।
গত বারের পর এ বারও নতুন চ্যাম্পিয়ন পেয়েছে আই লিগ। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে খেলার অনুরোধ জানিয়েছিল দল। কিন্তু স্টেডিয়াম সারানোর অজুহাতে শেষ মুহূর্তে তাদের সেই অনুরোধ বাতিল করে দেওয়া হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































