নিউটাউনের হজ হাউজে কোয়ারেন্টাইনে ১০৮ জন বিদেশি-সহ ৩০৩ নিজামুদ্দিন যোগদানকারী

করোনা আপডেট :৭ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১৩,৫৯,৮৫৪। মৃত ৭৪,৮৫৬। দেশ : আক্রান্ত ৪,৮৫৮, মৃত ১১৪। রাজ্য : আক্রান্ত ৬৯, মৃত ৫।

0
5

দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া মোট ৩০৩ জনকে কলকাতার নিউটাউনের হজ হাউজে কোয়ারেন্টাইনে রাখা হল। জানা গিয়েছে, এদের মধ্যে ১২ জন মহিলাও আছেন।

জানা গিয়েছে, কোয়ারেন্টাইনে রাখা ৩০৩ জনের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা ১৯৫ জন। বিদেশি আছেন ১০৮ জন। এরাজ্য থেকে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও কলকাতা থেকেই নিজামুদ্দিনে গিয়েছিলেন বেশিরভাগ মানুষ।

অন্যদিকে, বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩৪ জন, মায়ানমারের ২৫ জন, থাইল্যান্ডের ২১ জন, বাংলাদেশের ১৯ জন, মালয়েশিয়ার ৯ জন রয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।