দুধ ব্যবসায়ীদের লোকসানের কথা মাথা রেখে রাজ্যে ৪ ঘণ্টা মিষ্টির দোকান খোলার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, নবান্নে পর্যালোচনা বৈঠকে তিনি জানালেন কৃষকদের কথা মাথায় রেখে জেলায় জেলায় খোলা যাবে সবজি-মান্ডি; বসবে হাট। তবে সবাইকেই দূরত্ব রেখে বসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে তিনি জানান, বাজারে ফুল বা পান পাতা নিয়ে যাঁরা বসেন, সেইসব বিক্রেতারা পসরা সাজাতে পারবেন। মমতা বলেন, একটা পান দোকান খুললে সেখানে লাখো মানুষের ভিড় হয়। কিন্তু একজন যদি পান পাতা নিয়ে বসেন তাতে সংক্রমণের আশঙ্কা অনেক কম। ফুল বিক্রেতাদের ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি জানান, বেশি শ্রমিক নয়, তবে বাড়িতে বসে সর্বোচ্চ ৭ জন বিড়ি বাঁধার কাজ করতে পারেন। তবে তার বেশি লোক যদি জমায়েত হয়, তাহলে কড়া পদক্ষেপ করবে পুলিশ।
দেখুন ভিডিও…






























































































































