নাগরিকত্ব প্রমাণ নেই। নথিপত্র দেখাতে পারেননি তিনি। তাই আশ্রয় নিয়েছিলেন অসমের ডিটেনশন ক্যাম্পে। ক্যান্সার আক্রান্ত ৬০ বছর বয়সী ওই মহিলা মৃত্যু হয়েছে মঙ্গলবার। এই নিয়ে অসমে ডিটেনশন ক্যাম্পে মারা গেলেন ৩০ জন।
সূত্রের খবর, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্দি ছিলেন। মৃতের নাম রাবেদা বেগম ওরফে রোবা বেগম। তাঁর বাড়ির ডিমা হাসাও জেলায়। জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের আগে থেকেই ডিটেনশন ক্যাম্প বানানো কাজ শুরু দেয় সংশ্লিষ্ট রাজ্য সরকার। রাজ্যে নানা প্রান্তে অন্তত ১০টি শরণার্থী শিবির রয়েছে। অসমের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে প্রায় ৮০০ জন বিদেশি আটকে আছেন। যদিও ডিটেনশন ক্যাম্পে মৃত্যু এই প্রথম নয়। এর আগেও বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে বলে শোরগোল তৈরি হয়েছে ডিটেনশন ক্যাম্পে।




























































































































