‘হটস্পট’ চিহ্নিতকরণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। কোনও ভিন রাজ্য শ্রমিক, বিদেশি বা নিজামুদ্দিন ফেরতদের এবার খুঁজে বার কর বার কাজ শুরু। প্রশাসনের আশঙ্কা, করোনা সংক্রমণ এদের মাধ্যমে রাজ্যে আসছে। মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্যে এখনও থার্ড স্টেজ বা গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তাই ‘হটস্পট’ খোঁজা হচ্ছে। কোন এলাকা থেকে আক্রান্তের সংখ্যা বেশি আসবে তাও চিহ্নিতকরণ করার কাজ চলছে।
রাজ্যের চার-পাঁচ স্তরের ম্যাপিং করা হচ্ছে। ট্র্যাভেল হিস্ট্রি, বিদেশ থেকে ফেরা, অন্য রাজ্য থেকে ফেরা, শ্বাসকষ্ট, জ্বর এমন প্রতিটি তথ্য জিআইএস ম্যাপিং করা হচ্ছে।
পাশাপাশি করোনা আক্রান্ত খুঁজতে ব়্যাপিড টেস্টের পরামর্শ আইসিএমআর-এর। দ্রুত শুরু হবে এই কাজও।





























































































































