করোনা সতর্কতায় দেশজুড়ে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন শেষ হচ্ছে ১৪ এপ্রিল।
১৪ তারিখ মধ্যরাতে দেশ জোড়া লকডাউন শেষ হওয়ার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অংশে ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার সম্ভাবনা আছে। রবিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
করোনা–মহামারিতে সারা বিশ্বেই বিমান কোম্পানিগুলোর বড় রকমের ক্ষতি হয়েছে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক কর্তা রবিবার জানিয়েছেন, ‘যেহেতু ভাইরাস এখনও ছড়াচ্ছে ভারতে, সেহেতু আমরা পরিকল্পনা করেছি ১৪ তারিখের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ান আস্তে আস্তে চালু করব। বিমান কোম্পানিগুলো ১৪ তারিখের পর টিকিট বুকিং নিতে পারে।’ যদিও তারপরই তাঁর সতর্কবার্তা, ১৪ তারিখের পরও লকডাউনের সময়সীমা বাড়লে বিমান কোম্পানিগুলোকে সেই বুকড্ টিকিট আবার বাতিল করতে হবে।































































































































