করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এই লকডাউনের জেরে বন্ধ খাবারের দোকান, হোটেল। দেখা নেই পথ চলতি মানুষের। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ভবঘুরেরা। সোমবার সেই সব মানুষদের নিজে হাতে রান্না করে খাওয়ালেন দাদপুর থানার অফিসার ইনচার্জ বাপি হালদার। থানার অন্য পুলিশ কর্মীদের নিয়ে দুর্গাপুর হাইওয়ের উপর প্রায় ১৫০ জনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেন তিনি। এদিন ভবঘুরেদের ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, ডিম খাওয়ান পুলিশকর্মীরা। পুলিশের এই মানবিক রূপ দেখে খুশি সাধারণ মানুষ।





























































































































