গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। কিন্তু কোভিড-১৯ তার নিজের ছন্দেই মানুষ মারার খেলায় লিপ্ত রয়েছে। এবার ভারতে নরখাদক ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল।

এখনও পর্যন্ত দেশে ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্ত হয়েছেন ৪০৬৭ জন। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৯২ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, গত ১২ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৯০জন।































































































































