বিবেক কুমারকে নিয়ে হঠাৎ জল্পনা, নবান্ন বলছে গুজব

0
2

সরকারের সিনিয়র সচিব কি বিবেক কুমার কি ক্ষুব্ধ বা অভিমানাহত হয়ে আপাতত কাজ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন?
এ নিয়ে নবান্নের শীর্ষমহল থেকেই ঠিকরে বেরোচ্ছে খবর।
সূত্র বলছে, মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে কোনো বৈপরীত্যের ইস্যুতে জট পাকে। এর জেরে শেষ পর্যন্ত বিবেক কুমার আপাতত সরে দাঁড়াতে চান। মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে তাঁর কোনো কথোপকথনের জেরে এই সিদ্ধান্ত। এমনকি তিনি নিজে হোম কোয়ারান্টাইনে চলে যাওয়ারও প্রস্তাব দেন। রবিবার কোনোরকমে তাঁর ক্ষতি সামাল দেওয়া হয়।

নবান্নের শীর্ষমহলসূত্রেই এই খবর মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে।
অন্যদিকে, নবান্নের অন্য সূত্র বলছে, এটা পুরো ভিত্তিহীন গুজব। এই সিরিয়াস কাজের সময় আমলামহলে বিভ্রান্তি ছড়াতে এটা রটানো হচ্ছে। কেউ যেন এসব বিশ্বাস না করেন।