করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে উত্তর কলকাতার জে এন রায় হাসপাতালের সামনে নিয়ম মেনেই চিকিৎসক ও নার্সদের শপথ কর্মসূচি সবার নজর কাড়ল। গোটা দেশজুড়ে যখন লকডাউন চলছে তখন তাতে সামিল হয়েছে এ রাজ্যও। অন্যান্য হাসপাতালের মতো জে এন রায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত চিকিৎসার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। করোনার আতঙ্ক যাতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে তারই একটি বিশেষ বার্তা দিতে রবিবার বিকেলে অভিনব উদ্যোগ নিয়েছিল জে এন রায় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালের ২৫ জন নার্স ও ৬ জন চিকিৎসকদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হল। যার মূল বক্তব্য ছিল, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে নিশ্চয়ই জয়লাভ করবো। সারিবদ্ধ ভাবে প্রদীপ জ্বালিয়ে রীতিমতো সংগীতের মধ্য দিয়ে হাসপাতালের সামনে যেভাবে এখানকার নার্সরা শপথ অনুষ্ঠানকে এক অভিনব উচ্চতায় নিয়ে গেলেন তা অভিনন্দনযোগ্য।
এই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অনির্বাণ জয়সওয়াল বলেন, আমরা নির্দেশ মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকবো এবং লকডাউন চলাকালীন নিজেদের গৃহবন্দি রাখবো। ঘন্টায় ঘন্টায় স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়ার কথাও তিনি মনে করিয়ে দেন শহরবাসীকে। করোনার বিরুদ্ধে এই অভিনব সচেতনতা অনুষ্ঠান সকলের মনে দাগ কেটে যায়। এই অভিনব সচেতনতা অনুষ্ঠানের উদ্যোক্তা সজল ঘোষ বলেন, আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য করোনার বিরুদ্ধে মানুষের কাছে সহজেই সচেতনতা পৌঁছে দেওয়া। চিকিৎসক ও নার্সরা তাতে সামিল হওয়ায় অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়।
































































































































