মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, পুলিশের জালে যুবক

করোনা আপডেট :৫ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১২,১৮,১২৪। মৃত ৬৫,৮৪১। দেশ : আক্রান্ত ৩৫৮৮, মৃত ৯৯। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

0
4

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেছিলেন পুরুলিয়ার এক যুবক। সেই অভিযোগে বৃহস্পতি কুমার নামে ওই যুবককে গ্রেফতার করল পুলিশ।

তাঁর বাড়ি বাঘমুন্ডির ভুরসু গ্রামে।

বাঘমুন্ডি থানার পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ওই যুবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল সাইটে কুরুচিকর পোস্ট করে। এমনকী কমেন্টে আপত্তিকর মন্তব্যও করে ওই যুবক। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। অশ্লীল উসকানিমূলক মন্তব্য ও মন্তব্যের মাধ্যমে শান্তি বিঘ্নিত করার চেষ্টা, এই দুই ধারায় মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, করোনার সংক্রমণ নিয়ে যাতে কেউ গুজব ছড়াতে না পারে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারের নির্দেশে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছিল। সেই সময়ই ওই যুবকের পোস্টটি বাঘমুন্ডি থানার পুলিশের নজরে পড়ে।