আগে থালা ধরিয়ে ছিলেন, এবার হাতে হ্যারিকেন ধরালেন প্রধানমন্ত্রী! মন্তব্য সুজনের

0
2

জনতা কার্ফুর দিন দেশের মানুষকে থালা বাজাতে বলেছিলেন, আর আজ মানুষের হাতে হ্যারিকেন ধরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

অনেক আশা-আকাঙ্খা নিয়ে মোদির ভিডিও বার্তার অপেক্ষায় ছিলেন মানুষ। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষনায় হতাশ হয়েছেন সকলে। সুজনবাবু প্রশ্ন তুলে বলেন, “রাত ৯ টায় ৯ মিনিটের জন্য আলো বন্ধ। কেন? লকডাউনের পিছনে বিজ্ঞান আছে। মানুষ মানছে। এখানে কী? রসিকতা? মানুষের বিপদে খাদ্য, অর্থ, সুরাহার বার্তা নেই। চিকিৎসা, কিট, মাস্ক এসবের কথা নেই। গিমিক। আর একটা ইভেন্ট প্লানিং?”

দেখুন ভিডিও…