মুর্শিদাবাদ জেলা জুড়ে করোনা সতর্কতায় প্রচারাভিযান চলছে জোরকদমে। জেলার প্রতিটি শহর ও গ্রামগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে লকডাউন মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে।এছাড়াও ভিন রাজ্য থেকে আগত শ্রমিকদের কোয়ারেন্টাইনে থাকার জন্য তাঁদের বাড়িতে প্রশাসনের তরফে নোটিশ লাগানো হয়েছে। কিন্তু ভিনরাজ্য থেকে আসা অনেক শ্রমিকই হোম কোয়ারেন্টেন মানছেন না বলে অভিযোগ। তবে, লকডাউন উপেক্ষা করে বাসিন্দারা যাতে বাড়ির বাইরে যেতে না পারেন, সেদিকে কড়া নজর রাখছে জেলার পুলিস-প্রশাসন।
মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, কান্দি, লালাবাগ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল ও বেলডাঙা পুরসভা এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়াও জেলায় করোনা আক্রান্তদের জন্য ১০০টা আইসোলেশন ও ৭০টা কোয়ারেন্টাইন বেড তৈরি করা হয়েছে। আপৎকালীন পরিষেবার জন্য বহরমপুর, লালবাগ ও জঙ্গিপুরে চারটি বেসরকারি হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে। যদিও মুর্শিদাবাদ জেলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।





























































































































